ওয়েব থ্রির নতুনন্ত কি
- 20-Jul-2022 06:57AM
- Zahidul Islam
- 855
আমরা আগামী কয়েক বছরের ভিতর, ওয়েব থ্রির নতুন এক জগতে প্রবেশ করতে যাচ্ছি।
ওয়েব থ্রিতে, এনএফটি ডোমেইন এক্সটেনশনগুলোর রাজত্ব চলবে। ডিসেন্ত্রালাইজড নেটওয়ার্কের সাথে এনএফটি ডোমেইন পয়েন্ট করে, ব্যবহার করা যাবে। যার তেমন কোনো ধরাবাধা নিয়ম থাকবে না।
আপনি এনএফটি ডোমেইন একবার রেজিস্ট্রেশন করার পর, পুরোপুরি মালিক হয়ে যাবেন। কারণ এনএফটি ডোমেইনের মেয়াদ লাইভ টাইম থাকবে। আবার আপনি চাইলে, অন্য কারো কাছে বিক্রি করে দিতে পারবেন।
বর্তমানে .crypto .nft .x .wallet .bitcoin .dao .888 .coin .zil ও .blockchain এই এক্সটেনশনগুলো এনএফটিতে অ্যাভেইলেবল রয়েছে।
ইতিমধ্যে 2.4+ মিলিয়ন এনএফটি ডোমেইন রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। এই সংখ্যা দিনকে দিন বেড়েই চলছে। হয়তো আগামী কয়েক বছর পর ভালো কী-ওয়ার্ড এর এনএফটি ডোমেইন রেজিস্ট্রেশন করার জন্য খালি পাওয়া যাবে না বললেই চলে।
আপনারা Unstoppabledomains. com থেকে এনএফটি ডোমেইন রেজিস্ট্রেশন করতে পারবেন।
ওয়েব টুতে .com ও .net যেমন জনপ্রিয়। ওয়েব থ্রিতেও .nft .crypto অনেক বেশি জনপ্রিয়তা পাবে, ধারণা করা যাচ্ছে।
এনএফটি ডোমেইনের ফিচারসঃ
১। ইউনিভার্সেল ইউজারনেম এর মাধ্যমে অ্যাপস এবং ওয়েবসাইটে কানেক্ট করা যাবে।
২। ওয়েবসাইটের ইউরাল হিসেবে ব্যবহার করা যাবে।
৩। ওয়ালেট এর পেমেন্ট অ্যাড্রেস হিসেবে ব্যবহার করা যাবে।
৪। এছাড়াও সামনে আরো অনেক ফিচারস আসবে।
কোন প্রোগামিং ভাষা কোন কাজে লাগে
নোটঃ আমরা এখন যদি এনএফটি ডোমেইন দিয়ে ওয়েবসাইট তৈরি করি। তা সব ধরনের ব্রাউজারে সাপোর্ট করবে না। কারণ ডিসেন্ত্রালাইজড ওয়েব এখনো পুরোপুরি ভাবে অ্যাভেইলেবল নয়। (সংগৃহীত)