অর্গানিক ট্রাফিক বাড়ানোর এসইও কৌশল
- 25-Sep-2022 08:47AM
- Hosneara Himu
- 840
অর্গানিক ট্রাফিক বাড়ানোর জন্য একটি ওয়েবসাইট এর ভেতরে বিভিন্ন ধরনের এসইও কৌশল অবলম্বন করতে হয়। একটি ওয়েবসাইট এর সফলতা নির্ভর করে তার ট্রাফিক সংখ্যার ওপর। ট্রাফিক যত বেশি আসবে বিজ্ঞাপনে ক্লিকের সংখ্যাও ততই বেশি হবে। এবং সেই হারে উপার্জনের পরিমানটাও বৃদ্ধি পাবে । সুতরাং সকল ওয়েবসাইট এর মূল উদ্দেশ্য হলো ট্রাফিক বা ভিজিটর বাড়ানো । তাই কোন ওয়েবসাইটে অর্গানিক ট্রাফিক কিভাবে বাড়ানো যায় সেই কৌশলটি সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করছি।
এসইও শিখুন Basic থেকে Advance
ওয়েবসাইটে ট্রাফিক আসার মাধ্যেম হলো ৪ টি।
১.ডিরেক্ট ভিজিট (Direct)
২. রেফারেল ট্রাফিক (Referral )
৩.সার্চ ইঞ্জিন বা অর্গানিক ট্রাফিক(Scerch engeen)
৪.সোশ্যাল মিডিয়ার ট্রাফিক ( social media)
কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রেখে কাজ করলে আপনার Website এ অর্গানিক (SEO) ট্রাফিক বাড়ানোর কৌশলটি পূরণ হবে ।
Internal লিঙ্ক
-
Webmaster এ সাইট যুক্তকরন
-
On page seo
- Web সাইট স্পীড
সোশ্যাল মিডিয়াতে সক্রিয় থাকা ঃ আপনার website এর জন্য মানসম্মত বিষয়বস্তু এবং আর্টিকেল গুরুত্বপূর্ণ । তবে আপনাকে অন্যান্য ওয়েবসাইট ( ব্যাকলিঙ্ক) সোশ্যাল মিডিয়াতেও উল্লেখ করতে হবে ।ব্লগ পোস্ট এর মাধ্যমে Google সামাজিক সংকেত পাঠাবে যা ভালো ব্যাকলিঙ্কপেতে সাহায্য করতে পারে ।
গঠন এবং ডিজাইন ঃ ওয়েবসাইট এর নকশা অবহেলা করবেন না ।আমরা যদি কোন সাইটে যাই এবং নেভিগেশন মেনু খুঁজে না পাই তাহলে আমাদের যা দেখার প্রয়োজন তা দেখার ধৈর্য থাকবেনা ।
শিরোনাম ও প্রথম অনুচ্ছেদ এ কী ওয়ার্ড রাখাঃ প্রথম পৃষ্ঠায় রাঙ্কিং এর জন্য প্রথম অনুচ্ছেদ ও শিরোনাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অর্গানিক ট্রাফিক বাড়ানোর ক্ষেত্রে। প্যারায় উল্লেখিত কীওয়ার্ড এর পাশাপাশি সাবটাইটেল গুলিও সমান গুরুত্ব বহন করে । কারন পাঠক এক নজরে দেখতে পাবে এবং খুঁজে পাবে ঐ পৃষ্ঠায় কি আছে ।
মেটা বিবরণ শিরোনাম (Metatitle) ও মেটা বিবরণ ( Meta-description) খুবই গুরুত্বপূর্ণ ।
এসইও শিখুন একদম সহজ ভাষায় । Basic থেকে Advance লেভেল পর্যন্ত। বিগিনার থেকে হয়ে উঠুন এক্সপার্ট ।
অর্গানিক ট্রাফিক কেন গুরুত্তবপূর্ণঃ ওয়েবসাইট এর জনপ্রিয়তা বাড়াতে ও সঠিকভাবে কাজ করতে সহায়তা করে থাকে । আপনি যদি সাইট এর product বিক্রি করতে চান তাহলে অর্গানিক ট্রাফিক আপনাকে আরও বিক্রয়ে সহায়তা করবে ।
এছাড়াও Google Add এর মাধ্যমে আপনি ট্রাফিক জেনারেট করতে পারেন ।