লিংকডিন থেকে আয় ও ক্লায়েন্ট ম্যানেজ করার উপায়

লিংকডিন মার্কেটপ্লেসের বাইরে ক্লায়েন্ট ম্যানেজ করা হলে একটি প্রক্রিয়া অনুসরণ করা উচিত। এখানে কিছু প্রধান ধাপ নিম্নরূপঃ

প্রথম ধাপ: প্রথমে প্রোফাইলটি ভালোভাবে সাজিয়ে নিতে হবে। প্রোফাইল পিকচার প্রফেশনাল হতে হবে এবং ব্যাকগ্রাউন্ড ডিস্ট্রাক্টিং না হয়। প্রোফাইলে হেডলাইন আর অ্যাবাউট সেকশন সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এগুলোই মানুষদের প্রথম দেখতে হয়। হেডলাইনে আপনি সেবাটি কি দিচ্ছেন তা উল্লেখ করে একটি সুন্দর লাইন লিখতে পারেন। অবশ্যই সেটিতে আপনার সেবার লাভ উল্লেখ থাকতে হবে। একটি উদাহরণ হতে পারে: "Helping e-commerce businesses get more social exposure."

এবাউট সেকশনে আপনার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স ,পোর্টফোলিও এবং মার্কেটপ্লেসের প্রোফাইলের লিংক এড করবেন। আগে যে সব কোম্পানির সাথে কাজ করেছেন সেগুলোর নাম উল্লেখ করবেন।শেষে আপনার ইমেইল, whatsapp নাম্বার দিয়ে দিবেন।


Step 2: ভালোভাবে প্রোফাইল সাজানোর পর আপনি একটা বায়ার পার্সোনা তৈরি করুন। এগজ্যাক্টলি কোন মানুষগুলা আপনার ক্লায়েন্ট হতে পারে, তাদের কিরকম ব্যবসা থাকতে পারে সেটা ডিফাইন করুন। যেমন আপনি যদি একজন সোশ্যাল মিডিয়া মার্কেটার হন তাহলে ই-কমার্স বিজনেস ওনার বা কোন পার্সোনাল ব্যান্ড এর ক্রিয়েটর আপনার জন্য ভালো ক্লায়েন্ট হতে পারে।
এরকম যারা যারা আপনার ক্লাইন্ট হতে পারে, সবাইকে কানেকশন রিকোয়েস্ট দেওয়া শুরু করুন। যে দেশের ক্লায়েন্ট চাচ্ছেন সে দেশের ক্লায়েন্টদের কানেকশন রিকুয়েস্ট পাঠাবেন। রেনডমলি অনেক দেশে পাঠালে আপনার অডিয়েন্স আর টার্গেটেড থাকবে না।


লিংকডিনে প্রতিদিন ১০০ টার বেশি কানেকশন রিকোয়েস্ট পাঠালে প্রোফাইলে ঝামেলা হয়। ৭০-৮০টার মধ্যে থাকার চেষ্টা করবেন।
Step 3: প্রোফাইলে প্রতিদিন কনটেন্ট দেওয়ার ট্রাই করুন। আপনার আগের কাজের ছোট ছোট কেস স্টাডি তৈরি করে দিতে পারেন। এছাড়া ক্লায়েন্টের জন্য হেল্পফুল হতে পারে এরকম টিপস শেয়ার করতে পারেন।
নিয়মিত কন্টেন্ট তৈরি করার উদ্দেশ্য হলো একজন পটেনশিয়াল ক্লায়েন্ট যেন বুঝতে পারে আপনার যথেষ্ট নলেজ আছে এবং প্রিভিয়াস এক্সপেরিয়েন্স আছে।


Step 4: যারা যারা আপনার কানেকশন রিকোয়েস্ট একসেপ্ট করবে তাদের সবাইকে ইনবক্সে মেসেজ পাঠাবেন। মেসেজ গুলো খুবই টার্গেটেড হতে হবে। এবং প্রত্যেক ক্লায়েন্টের জন্য পার্সোনালাইজড হতে হবে। যেমন আপনি যদি একজন এসইও এক্সপার্ট হন এবং লোকাল এসিও ক্লায়েন্ট খোঁজেন

আপনি ও পছন্দ করতে পারেন