টেকনিক্যাল এসইও

এসইও একটি চলমান প্রক্রিয়া। আমার পূর্বের আর্টিকেলটিতে অনপেজ এবং অফপেজ এসই ও সম্পর্কে আলোচনা করা হয়েছে । আজকে আপনারা জানতে পারবেন টেকনিক্যাল এসইও (Technical SEO) সম্পর্কে।এ বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে সম্পূর্ণ ব্লগটি পড়ার অনুরোধ করছি । 

কোন ব্লগে টেকনিক্যাল Seo করা না থাকলে Add sens হারাবেন ও সেই সাথে সাইট র্যাংক ও হবেনা। তাই টেকনিক্যাল এস ই ও এর- সঠিক প্রয়োগে সাইট Rank অর্জন করুন। প্রথমেই ই তাহলে জানা দরকার 

টেকনিক্যাল SEO কি?

টেকনিকাল এসই-ও হচ্ছে এমন পদ্ধতি যা একটি website কে আধুনিক অনুসন্ধান ইঞ্জিনের প্রযুক্তিগত প্রয়োজনীয়তা পূরণ করে ও organic র‍্যাংকিং নিশ্চিত করে।

 

টেকনিক্যাল এসইও এর প্রয়োজনীয়তাঃ এসই ও তিনটি ধাপে অপটিমাইজেশন সম্পন্ন হয়ে থাকে তার মধ্যে টেকনিক্যাল এস ইও অন্যতম। এর কারন হলো- আপনার website এ যদি টেকনিক্যাল এসইও রিলেটেড কোন সমসা থাকে তাহলে এটা নিশ্চিত যে আপনি সার্চ ইন্জিন গুলোতে Rank করাতে পারবেন না।

টেকনিক্যাল এসইও তে- যে সকল বিষয় করনীয়:-

১। ওয়েবসাইট ডিজাইন বা গঠন

২। পেজ লোডিং স্পিড (২ থেকে ৩ সেকেন্ড)

৩। ইউ আর এল ট্রাকচার (ক্রল এরর থাকা)

৪। মোবাইল ফ্রেন্ডলি রেসপন্স।

৫। সাইটম্যাপ ও রোবট টেক্স ফাইল আপলোড।

৬। এস এস এল সার্টিফিকেট রাখা।

৭। ফিক্সড ব্রোকেন লিংক। 

৮। ৪০৪ পেজ এরর মুক্ত রাখা।

৯। ডুপ্লিকেট কনটেন্ট।

১০। স্ট্রাকচার্ড ডেটা। 

১১। থিন কনটেন্ট পরিহার করা।

১২। ক্যানোনিক্যাল ট্যাগ।

১৩। ৩০১ রিডাইরেক্ট 

১৪। গুগোল এনালাইটিকস

 

উল্লেখিত কাজগুলোর সাঠিক ব্যবহারের ফলে আপনার ওয়েবসাইটটি অনায়াসে Rank এ আনা সম্ভব হবে।

শেষ পর্যন্ত আপনার ওয়েবসাইট টিতে টেকনিক্যাল এসইও করার ফলে সুবিধা / অসুবিধা সম্পর্কে আপনি নিজেই অবগত হতে পারবেন। 

 

টেকনিক্যাল এস ইও করার- সুবিধা ও অসুবিধা ?

একটি ওয়েসাইট সঠিকভাবে টেকনিক্যাল এসইও করার অনেক সুবিধা রয়েছে তা ইতিমধ্যে বুঝতে পারছেন আশা রাখি।

টেকনিক্যাল এসইও করার ফলে বিশেষ করে সার্চ ইঞ্জিনের প্রথম পৃষ্ঠায় আসা থেকে শুরু করে ওয়েসাইটকে  Rank করে ভালো পারফরম্যান্স আনে।আর যদি আপনি আপনার ওয়েসাইটের টেকনিক্যাল এস ইও ইস্যুগুলো- solve না করেন তাহলে, আপনার নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হবে ও সেই সাথে ভিজিটররা বেশিক্ষণ সময় থাকবে না। যাতে করে ওয়েসাইটের  Rank হারাবেন।

আশা করি টেকনিক্যাল এসই ও এর সুবিধা ও অসুবিধার ব্যাপারে নিশ্চিত হয়েছেন ।

মনোযোগ সহকারে আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

                                                                                                                 

আপনি ও পছন্দ করতে পারেন